শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫,

শিরোনাম :
  • সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট  বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর  উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির কুমিল্লায় বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের  নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ  কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে   আলোচনা সভা ও দোয়া মাহফিল কী করতে চায় জামায়াত চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন
  • ঘূর্ণিঝড় ’রেমাল’ নিয়ে সর্বশেষ যে তথ্য দিলেন আবহাওয়াবিদরা

    ঘূর্ণিঝড় ’রেমাল’ নিয়ে সর্বশেষ যে তথ্য দিলেন আবহাওয়াবিদরা
    ছবি- সংগৃহীত

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটি “প্রবল ঘূর্ণিঝড়ে” রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে “রেমাল”। ওমানের দেয়া এই নামটির অর্থ “বালু”।

    রবিবার (২৬ মে) সন্ধ্যা নাগাদ এ ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে জানিয়ে আবহাওয়া অধিদফফতরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, “এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।”জলোচ্ছ্বাসের শঙ্কার ব্যাপারে তিনি বলেন, “রবিবার সন্ধ্যায় ভাটা চলবে। তাই এ সময় আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা কম। তবে রাত ১২টা বা এর পরে আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে।”

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে- এটি শুক্রবার সকালেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এ জন্য দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেতও দেখতে বলা হয়েছে। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্র না যেতে বলা হয়েছে।

    আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, “রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আমরা ধারণা করছি।”

    ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হয়, তখন তাকে “ঘূর্ণিঝড়” বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ যদি ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হয়, তখন তাকে “প্রবল ঘূর্ণিঝড়” বলা হয়।আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হয়, তখন সেটিকে “অতিপ্রবল ঘূর্ণিঝড়” বলা হয়। গতিবেগ ২২০ কিলোমিটার বা তার বেশি হলে তা হয় “সুপারসাইক্লোন”।

    আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, “খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে এটি আঘাত হানতে পারে। অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে। সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।”

    ঘূর্ণিঝড়টির অগ্রভাগের বা সামনের অংশের প্রভাব রবিবার সকাল থেকেই বোঝা যাবে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান।তিনি বলেন, “শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে।”

    এদিকে, শুক্রবার (২৪মে) বিকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।নিম্নচাপকেন্দ্রের ৪৪ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।নিম্নচাপকেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।


    add