বরুড়া থানার ওসি রিয়াজকে প্রত্যাহারের নেপথ্যে কারণ..
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৮ মে, ২০২৪ ০১:০১ এএম
২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওডি) রিয়াজ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। গত ১৬ মে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য তথ্য জানা গেছে। ভোটের চার দিন আগে ওসিকে প্রত্যাহারের এ নির্দেশনা এলো। আইজিপি বরাবর প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, 'উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লার বরুড়া থানার বর্তমান অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেন। সে আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলোশুক্রবার (১৭ মে) বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নু-এমং মারমা মং থানার ওসি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরুড়া থানার ওসির প্রত্যাহারের বিষয়ে আইজিপির কাছ থেকে নির্দেশনার বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জেনেছি। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বরুড়া থানায় কাউকে পদায়ন করা হয়নি।বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম (হেলিকপ্টার), আব্দুল হামিদ লতিফ কামাল ভূঁইয়া (আনারস) এবং নাসির উদ্দিন লিংকনের (মোটরসাইকেল)। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাছে রয়েছেন তিনজন প্রার্থী। |
- সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
- বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।
- ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির
- কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন
- কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ
- কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- কী করতে চায় জামায়াত
- চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন
- চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন