শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, , ১ রবিউল সানি ১৪৪৬

শিরোনাম :
  • কুমিল্লায় দুর্গা পূজায় মাঠে থাকবে ৮২ প্লাটুন বিজিবি শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা দিয়ে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কমিটি! কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে-দেবীদ্বারে ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান এক কিলোমিটার নৌকায় বহন করে মরদেহ দাফন চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের প্রাণহানি ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন জাতিসংঘ মহাসচিব কুমিল্লার জেলা প্রশাসকের সাথে সংস্কৃতি প্রতিনিধিদের সাক্ষাৎ
  • সংরাইশে জুয়েল হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    সংরাইশে জুয়েল হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
    ছবি- কুমিল্লা মেইল

     কুমিল্লা নগরীর সংরাইশ এলাকায় জুয়েল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মে) সকালে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিহতের স্বজনসহ এলাকার কয়েকশ’ নারী-পুরুষ ও শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন, নিহতের মা ও স্বজনরাসহ স্থানীয় এলাকাবাসী। বক্তারা বলেন, তারা আমাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছে। আজ একজনকে মেরেছে, কাল আরেকজনকে মারতে দ্বিধাবোধ করবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রশাসনের কাছে বিচার চাই। আসামিদের ফাঁসি চাই। পরে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এর আগে গত সোমবার (১২ মে) রাতে কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের সংরাইশ মধ্যমপাড়া এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ জুনু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে সকালে স্থানীয়রা একটি পরিত্যাক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত জুয়েলের বড় ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে এজহারভুক্ত ৮ জনসহ ৩-৪ জনকে  আসামি করে মামলা দায়ের করেন। এ বিষয়ে কুমিল্লা কোতওয়ালী থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, ঘটনার পর থেকেই আসামিদের ধরতে অভিযান চলছে। এজহারনামীয় ১ নং আসামি আকতার ও ৭ নং আসামি লাবলু ও ৮ নং আসামি সামছু মিয়াকে আটক কেরে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।


    add