তিতাসে মাটি কাটা নিয়ে বিরোধে দুই ভাই গুলিবিদ্ধ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ মে, ২০২৪ ১০:৩২ এএম
কুমিল্লার তিতাসে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষের দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৩মে) রাত ৮টায় ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই ভাই ওই গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল-আমিন (২৫) এবং মো. শাহিন (২২)। দুই জনের শরীরে ১৭-১৮টি গুলি লেগেছে। বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা পুলিশ জানায়, ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে মো. নুরুজ্জামানের সাথে পার্শ্ববতী পোড়াকান্দি গ্রামের ছাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিন গ্রুপের বিরোধ চলে আসছিলো। ওই ঘটনার জেরে সোমবার (১৩ মে) রাত ৮টায় আলাউদ্দিন ও তার লোকজন আলীনগর গ্রামে নুরুজ্জামান এবং তার ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় নুরুজ্জামানের ভাই মৃত জুলহাস মিয়ার ছেলে আল-আমিন এবং মো. শাহিন গুলিবিদ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকারিয়া পারভেজ জানান, দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের শরীরে ১৭-১৮টি গুলি লেগেছে। অবশ্য অভিযুক্ত আলাউদ্দিনের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগা করা সম্ভব হয়নি। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, নুরুজ্জামান ও আলাউদ্দিনের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। আলাউদ্দিনের নামে একাধিক মামলা রয়েছে।
- সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
- বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।
- ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির
- কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন
- কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ
- কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- কী করতে চায় জামায়াত
- চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন
- চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন