শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫,

শিরোনাম :
  • সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট  বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর  উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির কুমিল্লায় বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের  নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ  কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে   আলোচনা সভা ও দোয়া মাহফিল কী করতে চায় জামায়াত চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন
  • কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩, এগিয়ে মেয়েরা

    কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩, এগিয়ে মেয়েরা
    ছবি- সংগৃহীত

    এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১০০ শিক্ষার্থী।বোর্ডের ফলাফল বিবরণীতে দেখা যায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সর্বমোট এক লাখ ৭৯ হাজার ৩২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে পাস উত্তীর্ণ হন এক লাখ ৪২ হাজার ৮১ জন। পাসের হার ৭৯ দশমিক ২৩।গেলো ২০২৩ সালে এসএসসিতে পাসের হার ছিলো ৭৮ দশমিক ৪২ শতাংশ।এ বছর ছাত্রী পরীক্ষার্থী ছিলো এক লাখ চার হাজার ৫৯৫ জন।পাস করেছে ৮৩ হাজার ২৯৯ জন। পাসের হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ।আর   ছাত্র ছিলো ৭৪ হাজার ৭৩০ জন। পাস করেছে ৫৮ হাজার ৭৮২ শিক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৬ শতাংশ। কুমিল্লা বোর্ডে চলতি বছর জিপিএ-৫ বেড়েছে। ২০২৩ সালে এ বোর্ডে জিপিএ-৫ পান ১১ হাজার ৬২৩ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ১২হাজার ১০০জন। তবে বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক বেশি। এ বিভাগে ১১ হাজার ৫৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ২০৮জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পান ৩৫৪ জন।কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে পাসের হার বেশি চাঁদপুরে। ওই জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩২ শতাংশ। এছাড়াও কুমিল্লা জেলায় পাসের হার ৮২ দশমিক ৪১, ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ দশমিক ৬৫, লক্ষ্মীপুরে ৭৯ দশমিক ২৫, ফেনীতে ৭৭দশমিক ৬৫ এবং নোয়াখালীতে ৬৯ দশমিক ২১ শতাংশ। বোর্ডে শতভাগ পাস করেছে ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। শূন্যভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান নেই।কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক(মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গণিতে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী  অকৃতকার্য হয়েছে।

     


    add