বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫,

শিরোনাম :
  • বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ? কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫ চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
  • এসএসসিতে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে

    এসএসসিতে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে
    ছবি- কুমিল্লা মেইল

    এসএসসিতে এবার সাফল্য অর্জন করেছে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০৯ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। বেড়েছে পাশের হার ও জিপিএ-৫। রবিবার (১২ মে) ফল প্রকাশের পর শিক্ষার্থীদের হৈ-হুল্লুর, নাচ-গান আর ঢোল-তবলা বাজিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে স্কুল অঙিনায়। অনেক অভিভাবক এসেছেন মিষ্টি নিয়ে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, গত বছর থেকে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা ৭৫ জন জিপিএ-৫ পেয়েছিলো। ২০২৪ সালে ৯৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯.০৫ শতাংশ। সাফল্যের নেপথ্যে জেলা প্রশাসন, শিক্ষকমণ্ডলী, সন্মানিত অভিভাবক ও শিক্ষার্থীসহ সবার শ্রম, ভালোবাসায় ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ, লেখাপড়ার মানোন্নয়ন ও ফলাফল ভালো করার জন্য মনিটরিং বৃদ্ধিসহ নানা কার্যক্রম চলমান আছে। এছাড়াও ক্রীড়া, সাংস্কৃতিক ও বইপড়া প্রতিযোগিতাসহ সব ক্ষেত্রে সমভাবে শিক্ষার্থীরা তাদের পারফরম্যান্স প্রদর্শন করছে। প্রসঙ্গত, কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র রাজগঞ্জ-সংলগ্ন রাজবাড়ি কম্পাউন্ডে ২০১৪ সালে প্রায় ২ একর ভূমির ওপর কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজটি স্থাপন করা হয়। স্কুল ও কলেজ শাখায় অধ্যয়ন করছে সহস্রাধিক শিক্ষার্থী।


    add