বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫,

শিরোনাম :
  • বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ? কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫ চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ক্লাস!

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ক্লাস!
    ছবি- কুমিল্লা মেইল

    ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্লাস ও পরীক্ষা চালুসহ দুইদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যডমিন্টন কোর্টে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ প্রতীকী ক্লাসে অংশগ্রহণ করেন। প্রতীকী ক্লাসের শুরুতে অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবির বলেন, আজকে আমরা প্রতীকী ক্লাসের মধ্যে দিয়ে ক্লাস এবং পরীক্ষাসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে ফিরে পাওয়ার দাবি জানাচ্ছি। আমি একজন শিক্ষার্থীদের হয়ে আরও দশজন শিক্ষার্থীকে নিয়ে আজ দাঁড়িয়েছি, এমনটা কি হওয়ার কি কথা ছিলো? এ সময়ে আমরা ক্লাসে বসে পরীক্ষা দেয়ার কথা। কিন্তু আজ আমরা কোথায় আছি? তিনি আরও বলেন, শিক্ষকদের ওপর যখন হামলা করা হয়, এরা বেশিরভাগ বহিরাগত এবং সাবেক যারা বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারের সাথে কোনো সম্পৃক্ত নেই। বর্তমানে যেখানে শিক্ষকদের নিরাপত্তা নেই সেখানে আমরা কতটুকু নিরাপদে আছি? আমরা কার কাছে নিরাপত্তা চাইবো? ক্যাম্পাসে শিক্ষার্থীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসন এ সমস্যা সমাধান না করে ক্লাস বন্ধ করে দিয়ে আরেকটি সংকট তৈরি করেছে। আমরা সেশনজটে পড়তে চাই না। সব কিছু স্বাভাবিকভাবে ফিরে আসুক প্রশাসনের নিকট সেটাই আমাদের দাবি। আইসিটি ১২তম ব্যাচের শিক্ষার্থী আরমানুল হক বলেন, অনেক ডিপার্টমেন্টের শিক্ষার্থী মাস্টার্স শেষ পর্যায়ে কিন্তু প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তে সেশন জটের আশঙ্কায় আছি। আমাদের বয়স প্রায় ২৭ এর ওপরে।সময় মতো বের হতে না পারলে অনেক চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। শিক্ষার্থীদের এ দায়ভার কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নেবে? এছাড়াও তিনি নিরাপত্তা ক্যাম্পাস এবং অনতিবিলম্বে ক্লাস খুলে দেয়ার জন্য দাবি জানান। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয় ৯৩ তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল সমূহ বন্ধের ঘোষণা দেয়ার পর শিক্ষার্থীরা নিরাপত্তা ও ক্লাস খোলার দাবিতে দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

     


    add