এসএসসির রেজাল্ট জানবেন যেভাবে?
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১২ মে, ২০২৪ ০৭:৩৮ এএম

SMS এর মাধ্যমে SSC রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম:-
SSC Result যেকোনো সিম অপারেটর এ দেখা যায়। কিন্তু ফিরতি SMS পেতে কিছুটা দেরী হতে পারে তবে TELETALK সিম হলে সব চেয়ে দ্রুত পাবেন ফিরতি SMS
যেভাবে রেজাল্ট দেখবেন:-
SSC <স্পেস> BORD<স্পেস> Roll <স্পেস> 2024 টাইপ করে পাঠাবেন 16222 নাম্বারে।
উদাহরন: "SSC DHA 344354 2024" লিখে পাঠাবেন 16222 নাম্বারে।
ঢাকা বোর্ডের জন্য DHA এবং অন্য সকল বোর্ডের জন্য বোর্ডের প্রথম ৩ টি অক্ষর বসাতে হবে। সকল বোর্ডের প্রথম ৩ অক্ষর নিচে দেওয়া আছে দেখে নিতে পারেন।
JES এর জায়গায় নিজের বোর্ডের প্রথম ৩ অক্ষর দেওয়ার পর নিজের রোল নাম্বার দিবেন। এরপর ২০২৪ সালের পরিক্ষার্থী হওয়ায় ২০২৪ লিখে সেন্ড করে দিবেন। ফিরতি এস এম এস এ আপনার রেজাল্ট জানিয়ে দিবে।
মাদ্রাসা বোর্ড এর জন্য: MAD
বি:দ্র: সিমে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে।
Website থেকে রেজাল্ট যেভাবে দেখবেন:-
রেজাল্ট দেখার জন্য বেশ কিছু সাইট রয়েছে। তার মধ্যে নিচে দেওয়া সাইট গুলোর যেকোনো একটিতে ডুকলে এরকম (ছবিতে লক্ষ্য করুন) ইন্টারফেইস আসবে।
লিংক ১: https://eboardresults.com/v2/home
লিংক- ২: http://www.educationboardresults.gov.bd/
এবার দেখে নেওয়া যাক কোথায় কি বসাবেন:
Examination : এখানে SSC/DHAKHIL সিলেক্ট করবেন।
Year: এখানে আপনি যে সনের পরিক্ষার্থী সে সন দিবেন। [ অর্থাৎ ২০২৪]
Borad: এখানে আপনি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ড সিলেক্ট করবেন।
Result Type: এখানে Individual Result সিলেক্ট করবেন।
এরপর আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন।
Security Key: এখানে একটা ক্যাপচা দিবে। ক্যাপচা হালকা এবং অস্পষ্ট ভাবে 4 টি ডিজিট লেখা থাকবে। সেটা ভালো করে দেখে শূন্যস্থানে বসিয়ে Get Result এ ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে।
কোনো ওয়েবসাইটে ক্যাপচার যায়গায় যোগ করতে বলবে। অর্থাৎ 2+4 =? এরকম থাকবে।
সেক্ষেত্রে আপনারা যোগফল বসিয়ে Get result / Submit অপশনে ক্লিক করলেই আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন।
- বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল
- কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ
- চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন
- কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ
- কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ?
- কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫
- চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা
- বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
