বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫,

শিরোনাম :
  • বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ? কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫ চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
  • এসএসসির রেজাল্ট জানবেন যেভাবে?

    এসএসসির রেজাল্ট জানবেন যেভাবে?
    SSC রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম

    SMS এর মাধ্যমে SSC রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম:-

    SSC Result যেকোনো সিম অপারেটর এ দেখা যায়। কিন্তু ফিরতি SMS পেতে কিছুটা দেরী হতে পারে তবে TELETALK সিম হলে সব চেয়ে দ্রুত পাবেন ফিরতি SMS

    যেভাবে রেজাল্ট দেখবেন:-

    SSC <স্পেস> BORD<স্পেস> Roll <স্পেস> 2024 টাইপ করে পাঠাবেন 16222 নাম্বারে।

    উদাহরন: "SSC DHA 344354 2024" লিখে পাঠাবেন 16222 নাম্বারে।

    ঢাকা বোর্ডের জন্য DHA এবং অন্য সকল বোর্ডের জন্য বোর্ডের প্রথম ৩ টি অক্ষর বসাতে হবে। সকল বোর্ডের প্রথম ৩ অক্ষর নিচে দেওয়া আছে দেখে নিতে পারেন।

    JES এর জায়গায় নিজের বোর্ডের প্রথম ৩ অক্ষর দেওয়ার পর নিজের রোল নাম্বার দিবেন। এরপর ২০২৪ সালের পরিক্ষার্থী হওয়ায় ২০২৪ লিখে সেন্ড করে দিবেন। ফিরতি এস এম এস এ আপনার রেজাল্ট জানিয়ে দিবে।

    মাদ্রাসা বোর্ড এর জন্য: MAD

    বি:দ্র: সিমে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে।

     

    Website থেকে রেজাল্ট যেভাবে দেখবেন:-

    রেজাল্ট দেখার জন্য বেশ কিছু সাইট রয়েছে। তার মধ্যে নিচে দেওয়া সাইট গুলোর যেকোনো একটিতে ডুকলে এরকম (ছবিতে লক্ষ্য করুন) ইন্টারফেইস আসবে।

    লিংক ১: https://eboardresults.com/v2/home

    লিংক- ২: http://www.educationboardresults.gov.bd/

    এবার দেখে নেওয়া যাক কোথায় কি বসাবেন:

     Examination : এখানে SSC/DHAKHIL সিলেক্ট করবেন।

     Year: এখানে আপনি যে সনের পরিক্ষার্থী সে সন দিবেন। [ অর্থাৎ ২০২৪]

     Borad: এখানে আপনি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ড সিলেক্ট করবেন।

     Result Type: এখানে Individual Result সিলেক্ট করবেন।

     এরপর আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন।

    Security Key: এখানে একটা ক্যাপচা দিবে। ক্যাপচা হালকা এবং অস্পষ্ট ভাবে 4 টি ডিজিট লেখা থাকবে। সেটা ভালো করে দেখে শূন্যস্থানে বসিয়ে Get Result এ ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে।

    কোনো ওয়েবসাইটে ক্যাপচার যায়গায় যোগ করতে বলবে। অর্থাৎ 2+4 =? এরকম থাকবে।

    সেক্ষেত্রে আপনারা যোগফল বসিয়ে Get result / Submit অপশনে ক্লিক করলেই আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন।


    add