প্রায় এক দশক পর কমিটি পেলো কুমিল্লা মহানগর ছাত্রলীগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ মে, ২০২৪ ২১:৫৯ পি এম

|
প্রতিষ্ঠার প্রায় এক দশক পর কমিটি পেলো কুমিল্লা মহানগর ছাত্রলীগ। প্রাথমিকভাবে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ সোহেল, সহ-সভাপতি টিটু মজুমদার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুন, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল হক আকাশ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরিফুল ইসলাম। শনিবার (১১ মে) সন্ধায় কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। এর আগে বিকাল ৩টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সকাল থেকেই পুরো নগরীতে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর অবস্থান দেখা যায়। কেন্দ্রীয় নেতাদের বরণে ঢাকা-চট্টগ্রাম মহা্সড়কসহ কুমিল্লা নগরীতে শোভা পায় অতিথিদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন। এতে আসন ছিলো ৬ সহস্রাধিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। বিশেষ অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন ও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিটি মেয়র তাহসীন বাহার সূচনা। অনুষ্ঠান উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সাদ্দাম হোসেন ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাজাহারুল কবির শয়ন। বক্তারা বলেন, ছাত্রলীগ হচ্ছে শিক্ষার্থীদের আইকন। আগামীতে মেধাবী জাতি গড়তে এ সংগঠনের বিকল্প নেই। আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কোহিনুর আক্তার রাখি, সাইফুল্লাহ আব্বাসী, মো. সাদ্দাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুর ইসলাম শাকিল, উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী নূর উন নবী প্রিন্স, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর দিপু, উপ-কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সহ-সম্পাদক আতিকুর রহমান মজুমদার, সদস্য রুহুল আমীন প্রমুখ। উল্লেখ্য ২০১৫ সালের ২৩ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য দেয়া হয়। এতে আহ্বায়ক পদে আবদুল আজিজ সিহানুক, যুগ্ম-আহ্বায়ক পদে ছিলেন যথাক্রমে নাঈমুল হক হিমেল, গোলাম সারোয়ার, সাইফুল আলম, ফয়সাল হোসেন, নূর মোহাম্মদ সোহেল ও সাকিব আল হাসান।
|
- বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল
- কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ
- চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন
- কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ
- কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ?
- কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫
- চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা
- বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
