নতুন কী বার্তা পাচ্ছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ?
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ মে, ২০২৪ ০৯:৪১ এএম

আজ শনিবার (১১ মে) বিকাল ৩টায় অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলন। কুমিল্লা টাউন হল মাঠে এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। কেন্দ্রীয় নেতাদের বরণে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঢাকা-চট্টগ্রাম মহা্সড়কসহ কুমিল্লা নগরীতে ছেয়ে গেছে অতিথিদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে। নান্দনিকভাবে সাজানো হয়েছে পুরো টাউন হল মাঠ। আয়োজকরা জানিয়েছেন অনুষ্ঠানে আসন থাকবে ৬ সহস্রাধিক। সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন যেন নেতাকর্মীদের দম ফেলানোর ফূসরত ছিলো না। তারপরও বহুল কাঙ্খিত এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এটাই পরম আনন্দের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রায় এক দশক পর অনুষ্ঠিতব্য এ সম্মেলন থেকে নতুন কমিটিসহ কী সুসংবাদ পাচ্ছেন নেতাকর্মীরা। এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে মেধাবী ও রাজপথের লড়াকুরাই নেতৃত্বে আসুক এমনটি চান মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।বিশেষ অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন ও সম্মানিত অতিথি হিসেবে থাকছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি মেয়র তাহসীন বাহার সূচনা। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজাহারুল কবির শয়ন। সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক এ কে এম আবদুল আজীজ সিহানুক। আরও উপস্থিত থাকছেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কোহিনুর আক্তার রাখি, সাইফুল্লাহ আব্বাসী, মো. সাদ্দাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুর ইসলাম শাকিল, উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী নূর উন নবী প্রিন্স, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর দিপু, উপ-কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সহ-সম্পাদক আতিকুর রহমান মজুমদার ও সদস্য রুহুল আমীন। উল্লেখ্য ২০১৫ সালের ২৩ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য দেয়া হয়। এতে আহ্বায়ক পদে আবদুল আজিজ সিহানুক, যুগ্ম-আহ্বায়ক পদে ছিলেন যথাক্রমে নাঈমুল হক হিমেল, গোলাম সারোয়ার, সাইফুল আলম, ফয়সাল হোসেন, নূর মোহাম্মদ সোহেল ও সাকিব আল হাসান। এরপর আর কোনো কমিটি হয়নি। মহানগর ছাত্রলীগের সভাপতি এ কে এম আব্দুল আজিজ সিহানুক বলেন- এ সম্মেলনের পর নগর কমিটিসহ নগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন প্রাণ পাবে ছাত্রলীগ।তিনি মহানগ ছাত্রলীগৈর পক্ষ থেকে সর্বস্তরের শিক্ষার্থীতদর অভিনন্দন জানান।
|
- গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
- তনুর ৯ম মৃত্যুবার্ষিকীতে ভিসিটির সভা ও দোয়া মাহফিল
- কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ বললেন- চাঁদাবাজ-দখলদারদের পুলিশে দিন
- নোবিপ্রবি শিক্ষার্থীর গবেষণা নিজের নামে প্রকাশের অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে
- বরুড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন
- এনডিএফ কুমিল্লা শাখার ইফতার মাহফিল
- কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপ কমডেকায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান
- তিতাসের ৪নং ওয়ার্ড জামায়ায়াতের ইফতার মাহফিল
- লাকসামে নারীকে দলবেঁধে ধর্ষণ।।গ্রেফতার-৫
- কুমিল্লায় মৃত ব্যক্তিকে ৩ দিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়ার অভিযোগ
