মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত অধ্যায় বাতিলসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় মানববন্ধন

সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত অধ্যায় বাতিলসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় মানববন্ধন

সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত অধ্যায় বাতিলসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় মানববন্ধন পালন করেছে  সচেতন নাগরিক সমাজ।  বেলা  ১১টয় নগরীর পূবালী চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে
সভাপতিত্ব করেন মাওলানা ইসমাইল বিন ফারুক ও মাওলানা মাহাদি হাসান।
বক্তব্য রাখেন
উইলিয়াম জোসেফ ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহির ভূইয়া, 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী   আনিস ভূইয়া, সাবেক শিক্ষার্থী  খিজির ফাইয়াজ,
মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক শাখাওয়াত রাহাত,
কুমিল্লা কাশিমুল মাদরাসার মুহাদ্দিস মনিরুল ইসলাম, 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  নাজিম, মুশফিক ও মো. ইসহাক।

 বক্তারা  বলেন- সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে শরিফ শরিফার গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ট্রান্সজেন্ডার নামক বিকৃত মানসিকতা ছড়িয়ে দেয়া হয়েছে। তারা এক্ষেত্রে  শিক্ষা মন্ত্রণালায়ের ব্যর্থতার কথা বলেন। অবিলম্বে উক্ত বইসহ যেসব বই নিয়ে  বিতর্ক রয়েছে, তা সংশোধনের দাবি জানান। এছাড়াও বই ছিঁড়ে প্রতিবাদ করে আলোচিত ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাবকে অবিলম্ব চাকরি ফিরিয়ে দেয়াসহ ব্র্যাকের সব পণ্য বয়কটের আহ্বান জানান। সর্বশেষ মাও. ইসমাইল বিন ফারুক এর মোনাজাতের মধ্যে দিয়ে মানববন্ধন এর সমাপ্তি ঘোষণা করা হয়।