রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla. মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস
  • সাদিক কায়িমের কাজ জামায়াতের আদর্শের প্রতিফলন— কাজী দ্বীন মোহাম্মদ

    সাদিক কায়িমের কাজ জামায়াতের আদর্শের প্রতিফলন— কাজী দ্বীন মোহাম্মদ

     সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

     

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গলিয়ারা উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শোভানগরে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি অধ্যাপক নেছার উদ্দিন লসকর।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান সোহেল, সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, মহানগরীর ১৮ নং ওয়ার্ড আমীর মিয়া মোহাম্মদ আকছির, গলিয়ারা উত্তর ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

     

    ওয়ার্ড সেক্রেটারি আবু বকর ফরজীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন লসকর, আবু হানিফ, মোশাররফ হোসেন, মাহবুব হোসেন, জালাল উদ্দিন লসকর, প্রবাসী মনির হোসেন ও নাজমুল হাসান প্রমুখ।

     

    প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

     

    তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়িম যে কর্মদৃষ্টান্ত স্থাপন করেছে, তা জামায়াতে ইসলামীর কাজেরই একটি জীবন্ত উদাহরণ। ইনশাআল্লাহ, জামায়াত ক্ষমতায় গেলে দেশে শান্তি, ন্যায় ও ইনসাফের পরিবেশ প্রতিষ্ঠা করবে।”

     

    উঠান বৈঠকে স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ ও আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন।

     

    এর আগে কাজী দ্বীন মোহাম্মদ মহানগরীর ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। সেখানে সভাপতিত্ব করেন ১৮ নং ওয়ার্ড আমীর মিয়া মোহাম্মদ আকছির।

    উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, অঞ্চল পরিচালক মাওলানা লুৎফুর রহমান খান মাসুম, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল আহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।

     

    গণসংযোগ শেষে কাজী দ্বীন মোহাম্মদ লক্ষীপুর চৌমুহনী জামে মসজিদে এশার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।


    add