ভিক্টোরিয়াতে জুওলজি এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫ ২১:৪১ পি এম
মো. রাকিব হোসেন :
মঙ্গলবার (১৪ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সংগঠন জুওলজি এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে নবগঠিত শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আজীবন শিক্ষার্থী উপদেষ্টাদের সিদ্ধান্তে এই দুই কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তানভীর হোসেন, সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন (সাঈদী)।
সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন, শাহরিয়ার তুষার, রেফাহ নানজিবা ও মো. মুবিব উল্লাহ্।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফাহিয়া আফরোজ প্রমা, ইশমাম আবির ও মো. রায়হান,ইসরাত জাহান ইমা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রুহিল মাহি রিমঝিম, মো. সাকিব ও মহিবুল হাসান শাওন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক জিনাত জাহান শশী, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী ফাহিম ও সাখাওয়াত হোসেন তুষার।
দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (অপু), অর্থ সম্পাদক মো. রাকিব হাসান রিফাত, সহ-অর্থ সম্পাদক তাবাসসুম সুমাইয়া।
সাংস্কৃতিক সম্পাদক তাসমিরা মিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান।
সেমিনার সম্পাদক সাজিয়া শোভা, শিক্ষা সম্পাদক সুমাইয়া ইতি, ধর্ম সম্পাদক কাজী মো. জুনায়েদ, সহ-ধর্ম সম্পাদক কিশোর দাস এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ফিলার্দি হাসান (ছোটন)।
আন্তবিভাগ বিষয়ক সম্পাদক মোঃ অলিউল্লাহ, সহ-আন্তবিভাগ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস (রিপা),
ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নুপুর,
ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল যুবায়ের আসিফ, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক (লোপা অধিকারী) মোঃ কাউছার,
সহ-পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক দ্বীন ইসলাম আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইরফান উল্লাহ, সহ-প্রচার সম্পাদক মরিয়ম আক্তার, আবাসন ও আবাসস্থল সম্পাদক মোঃ মারুফ সরকার,
সহ-আবাসন সম্পাদক মারিয়া মামুন, সংগঠন সম্পাদক আসিফুর রহমান,
সহ-সংগঠন সম্পাদক ছাইদা ভুইয়ান।
নির্বাহী সদস্যরা হলেন, মাহিদুল ইসলাম, রবিউল সানি, সামিয়া আক্তার, মায়মুনা সুলতানা, মোঃ ইউসুফ খান ইমন, মেহেদী হাসান হৃদয়, তানভীর হোসেন, ইসরাত জাহান ইভা, সুমাইয়া বিনতে সরোয়ার, ইসরাত জাহান আয়শা, ফারিয়া আনজুম বুশরা, কানিজ ফাতিহা ও ইভেন দত্ত জীৎ।
অন্যদিকে, গঠনতন্ত্রের দশম ভাগ অনুযায়ী ৯ সদস্যবিশিষ্ট শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা কমিটি (নবগঠিত) ঘোষণা করা হয়েছে।
নতুন উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন— এফ এম নাফিজ আহমেদ, তারেক আজিজ, মো. সুলতান আহাম্মদ সোহাগ, সাইফুল ইসলাম সাগর, ইমাম হাসান, মো. আসিফুজ্জামান হৃদয়, মো. ইফতেখার করিম বাপ্পি, মো. শরিফুর রহমান ও ইমরান শফিক সোহাগ।
উপদেষ্টারা সংগঠনের নতুন প্রজন্মকে নেতৃত্বে অভ্যস্ত করা, অভিজ্ঞতা শেয়ার, অনুষ্ঠান আয়োজন ও সমস্যা সমাধানে দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী উপদেষ্টাদের স্বাক্ষরে দুই কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস