জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে বরুড়ায় বিএনপির বিশাল গণমিছিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ অগাস্ট, ২০২৫ ১৫:৪৪ পি এম
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বরুড়া পৌর সদর বাজারে বিশাল গণমিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সকাল ১০টা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল বরুড়া উপজেলা দলীয় কার্যালয়ের সামনে আসে। গণমিছিলে দশ হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল বাজারে আসে।
বেলা ১১টা ১০ মিনিটে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে একটি গণমিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কলেজ রোড হয়ে জিরো পয়েন্ট, এরপর হাসপাতাল সড়ক হয়ে পুনরায় জিরো পয়েন্টে এসে গণজমায়েতে মিলিত হয়। মিছিলের অগ্রভাগ জিরো পয়েন্টে পৌঁছালেও মিছিলের শেষভাগ তখনও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিল।
জিরো পয়েন্টের একটি দোতলায় দাঁড়িয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বক্তব্য রাখেন। তিনি বলেন, “আজ ফ্যাসিস্ট সরকারের পতনের ১ বছর। এখানে হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিতি প্রমাণ করে বরুড়া উপজেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি। রুদ্রবৃষ্টি কোনো কিছুই আপনাদের দমাতে পারেনি। দল যদি শক্তিশালী হয়, ব্যক্তি হিসেবে আপনিও শক্তিশালী হবেন।
আল্লাহ যদি কবুল করেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে এ বরুড়া উপজেলা হবে একটি আদর্শ, শান্তিপূর্ণ, মাদকমুক্ত, চাঁদামুক্ত উপজেলা। আমরা সকলে, সকল ধর্ম ও বর্ণের মানুষ একসাথে বসবাস করব। থাকবে না কোনো হানাহানি। বরুড়া উপজেলা হবে মডেল বরুড়া উপজেলা—এতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।”
এর আগে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির আহ্বায়ক কায়সার আলম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন,
পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির পাটোয়ারী, শাহ আলম, মোয়াজ্জেম হোসেন কল্লোল, নুরুল ইসলাম নূরু, আবদুল হক আরো অনেকেই
- যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত
- কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম যুবকদের হতাশার দিন শেষ কেউ বেকার থাকবে না— কাজী দ্বীন মোহাম্মদ
- নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
- চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফরিদ আমিন গণঅধিকারের এমপি প্রার্থী!
- খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
- রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন
- চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ
- জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা