উপদেষ্টা আসিফের মদদে মুরাদনগরে মাফিয়াতন্ত্র চলছে- ছাত্রদল সাধারণ সম্পাদক
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৪ অগাস্ট, ২০২৫ ২০:২৬ পি এম
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করে বলেছেন, 'কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ মদদে স্বৈরশাসন ও মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে।' সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
মুরাদনগর থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় কুমিল্লা কারাগারে আছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন। আজ তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেন নাছির উদ্দীন। পরে তিনি কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) প্রমুখ উপস্থিত ছিলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, ‘তিনি নির্দলীয় সরকারের উপদেষ্টার পদে থেকে নিজের নির্বাচনী এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন। এর ফলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন।’
উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষে গত ২৭ জুলাই বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে সেই আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই ১৩ জনের মধ্যে ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন। নাজিমকে কারাগারে পাঠানোর খবরে তার মা অসুস্থ হয়ে পড়েন। ৩১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। রাতে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেন নাজিম।
কারাবন্দী নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় তিনি নাজিম মাহমুদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, মুরাদনগরের বর্তমান পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্দি রয়েছেন।’ তিনি তাদের দ্রুত মুক্তি দাবি করেন।
নাছির আরও বলেন, ‘গত ১৬ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই আওয়ামী লীগের কোনো কর্মী আজ কুমিল্লা কারাগারে নেই। বরং তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘুরে বেড়াচ্ছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পরিবারের সঙ্গে ব্যবসা করছেন।’ছাত্রদল সাধারণ সম্পাদকের অভিযোগের বিষয়ে জানতে উপদেষ্টা আসিফ মাহমুদকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি।
- যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত
- কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম যুবকদের হতাশার দিন শেষ কেউ বেকার থাকবে না— কাজী দ্বীন মোহাম্মদ
- নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
- চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফরিদ আমিন গণঅধিকারের এমপি প্রার্থী!
- খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
- রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন
- চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ
- জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা