পরিবেশের বিপর্যয় ঠেকাতে না পারলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়- অধ্যাপক মতিন সৈকত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ জুন, ২০২৫ ০৭:১৮ এএম

জাতীয় পরিবেশ পদক এবং জাতীয় কৃষি পদকপ্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পরট্যান্ট পারসন এআইপি পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত বলেছেন-পরিবেশের বিপর্যয় ঠেকাতে না পারলে সুস্থভাবে বাঁচা সম্ভব হবে না। তাই 'পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে তারুণ্যের উদ্দাম শক্তিকে কাজে লাগাতে হবে। রবিবার (০১ জুন) বিকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুরে এআইপি আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ স্কুলের উদ্যোগে আলোচনা এবং মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিন সৈকত বলেন-দেশের খাল-বিল,নদী নালা জলাশয় অক্ষুণ্ণ রাখতে হবে। ময়লা আবর্জনা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করে সিটিজেন ফার্টিলাইজার বা নাগরিক সার রুপান্তর করে কৃষি জমিতে হস্তান্তর করলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মাটির উর্বরতা বাড়বে। মাটি পানি বাতাস দূষণ মুক্ত থাকবে। লক্ষ্য রাখতে হবে নগর যেন নরকে পরিণত না হয়।
মানববন্ধনের আগে সিসিডিএ সমৃদ্ধি কর্মসূচির আওতায় দুই ব্যাচে পঞ্চাশ জন উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এতে কিশোর ও তরুণ-যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এবং পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়। আরও বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী সঞ্জয় সাহা, উপজেলা সহকারী সমন্বয়কারী বিবেক দাস, দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষক মো. আবু মুছা, সিসিডিএ শাখা ব্যবস্থাপক মো. হাসান আলী প্রমুখ।
- কুমিল্লা বোর্ড: এসএসসির মানবিকে ফল বিপর্য়ের নেপথ্যে
- এসএসসিতে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩. ৬০ শতাংশ
- জমজম ট্রাভেলসের আয়োজনে কুমিল্লায় হজ্ব সেমিনার
- কুবি শিবিরের নতুন সভাপতি মাজহার, সেক্রেটারি আবির
- ফের টালমাটাল জাতীয় পার্টি
- দেবিদ্বারে এনসিপির সমন্বয়ক কমিটিতে সাবেক স্বেচ্ছােসেবক লীগ নেতা!
- কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে ৪৭ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করে বিজিবি
- হাসনাত বললেন- চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন ডিসি-এসপিরা
- কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জলিল মিয়া গ্রেফতার
- শোকাবহ আশুরা আজ
