শুক্রবার, ২১ মার্চ ২০২৫,

শিরোনাম :
  • গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ তনুর ৯ম মৃত্যুবার্ষিকীতে ভিসিটির সভা ও দোয়া মাহফিল কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ বললেন- চাঁদাবাজ-দখলদারদের পুলিশে দিন নোবিপ্রবি শিক্ষার্থীর গবেষণা নিজের নামে প্রকাশের অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে  বরুড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন  এনডিএফ কুমিল্লা শাখার ইফতার মাহফিল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপ কমডেকায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান তিতাসের ৪নং ওয়ার্ড জামায়ায়াতের ইফতার মাহফিল লাকসামে নারীকে দলবেঁধে ধর্ষণ।।গ্রেফতার-৫ কুমিল্লায় মৃত ব্যক্তিকে ৩ দিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়ার অভিযোগ
  • কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা

    কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা
    ছবি- কুমিল্লা মেইল

    গান-কবিতা আর নৃত্য পরিবেশন করে দর্শক মাতিয়েছে ক্যাম্পাস বার্তা সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) তিননদী পরিষদের মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন তারা। পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন আবরার হাসানাত সরোজ। অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা শেখ আ. মান্নান, তিননদী পরিষদ সদস্য রাহুল তারণ পিন্টু, পুথিপাঠ করেন কবি আ. কাইয়ূম। সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন অতিথি ও ক্যাম্পাস বার্তা সদস্যরা। আমি বাংলায় গান গাই গানে একক নৃত্য পরিবেশন করেন  জান্নাত, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় গানে দলীয় নাচে অংশগ্রহণ করেন  জান্নাত ও সৃষ্টি সাহা। গান পরিবেশন করেন আবু সাঈদ, আরেক ফাল্গুন বই নিয়ে আলোচনা করেন সাদিয়া আলম শশী, একুশের শপথ কবিতা আবৃত্তি করেন লুৎফুন নেছা মম,  মূকাভিনয় পরিবেশন করেন জান্নাত, ভাষার অপব্যবহার শিরোনাম স্বরচিত কবিতা পাঠ করেন তাসনাম আক্তার মীম, সঞ্চালনা করেন শরীফুল ইসলাম। সমাপনী গান পরিবেশন ক্যাম্পাস বার্তার প্রাক্তন সম্পাদক মহসীন কবির।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পাস বার্তার  সম্পাদক আবু সুফিয়ান, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সীমা আক্তার, রাকিব হোসেন ও  মিজানুর রহমানসহ ক্যাম্পাস বার্তার সদস্যরা। প্রসঙ্গত, ১৯৮৪ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারিতে ২১ দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।  ভাষার গৌরব আর সংগ্রামের ইতিহাস জাগ্রত রাখতে কাজ করে যাচ্ছে তিন নদী পরিষদ। একুশকে বিকশিত করার জন্য সংগঠনটি কুমিল্লা অঞ্চলে বিরাট ভূমিকা রাখছে। তারা ভাষা আন্দোলনের গৌরবের ইতিহাসগুলো নতুন প্রজন্মের কাছে গত ৪২ বছর ধরে পৌঁছে দিচ্ছে।


    add