ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই-ডাকাতি প্রতিরোধে চালকদের মানববন্ধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:১৯ পি এম
আবু সাঈদ: সড়ক মহাসড়কে ছিনতাই -ডাকাতি প্রতিকার প্রতিরোধের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন হালকা মোটরযান চালক ও মালিকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। রবিবার (০২ ফেব্রুয়ারী ) সকাল ৯টা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে চালক ও মালিকরা। সকাল ১০টায় কয়েক শতাধিক মালিক ও চালক মহাসড়কের ঢাকামুখী সড়কের পাশে মানববন্ধনে দাড়ায়। ধীরে ধীরে কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা উপজেলার হালকা মোটরযান মালিক ও চালকরা যোগ দিলে ১০:৫৫ মিনিটে মহাসড়কের উভয় পাশের সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয় মানববন্ধনে অংশগ্রহণ কারীরা। এ সময় হাইওয়ে পুলিশের অনুরোধে বেলা ১১:১৫ মিনিটে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চালক শ্রমিকদের দাবি পূরণের নিশ্চিতা দিতে না পারায় পূণরায় মানববন্ধনে দাড়ায় চালকরা।এ সময় তারা জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত রাতের আঁধারে যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেট কারে হামলা, চালকদের কে গুম করে ফেলা ও নৃশংসভাবে হত্যা, গাড়িতে ডাকাতি, ছিনতাই এবং বিদেশ থেকে আসা রেমিটেন্স যোদ্ধাদের গাড়িতে অহরহ হিজরাদের আক্রমণ,মোটা অংকের চাঁদা দাবি, চাঁদা না দিলে তাদেরকে হেনস্তা করা হচ্ছে। এতে করে চালকদের জীবন হুমকির মুখে পড়ছে। ডাকাত চক্র ডাকাতি শেষে চলে যাওয়ার সময় চালকদের কৌশলে যাত্রীদের কাছে অপরাধী বানিয়ে দিয়ে যাচ্ছে। এতে করে চালকরা বিনা অপরাধে জেল জুলুমের শিকার হচ্ছে। এই ধরনের হয়রানি থেকে মুক্তির জন্য মহাসড়কে নিরাপত্তার চান চালক ও মালিকরা।
১১:৪৫ মিনিটের দিকে দ্বিতীয় দফায় আবারো সড়ক অবরোধ করা হয়। ১১:৫২ মিনিটে সড়ক থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আলোচনায় বসেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর। এসময় দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক সহ পুলিশের আরো একাধিক কর্মকর্তা ও বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি সাগর মাহমুদ টিপু। সাধারন সম্পাদক মিরাজ খান বিভিন্ন উপজেলার রেন্ট-এ-কারের সভাপতি সাধারণ সম্পাদকদেরকে নিয়ে আলোচনা করেন। বেলা সাড়ে ১২টায় চালকদের উদ্দেশ্য এএসপি ফয়সাল তানভীর বক্তব্য রাখেন। মহাসড়ক নিরাপদ রাখতে চালকদের দাবিদাবাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাস দেন তিনি। এসময় তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি মেনে নিয়ে চালক মালিক ঐক্য পরিষদ নেতাদের সাথে আলোচনার অনুরোধের আশ্বাসে হালকা মোটরযান চালকরা মানববন্ধন সমাপ্ত করেন । পরে ১টার দিকে যানচলাচল স্বাভাবিক হ
- যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত
- কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম যুবকদের হতাশার দিন শেষ কেউ বেকার থাকবে না— কাজী দ্বীন মোহাম্মদ
- নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
- চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফরিদ আমিন গণঅধিকারের এমপি প্রার্থী!
- খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
- রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন
- চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ
- জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা