শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫,

শিরোনাম :
  • কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আটক এবার কুমিল্লার আদালত প্রাঙ্গণসহ শেখ মুজিবের দুইটি ম্যুরাল বুলডোজার দিয়ে ভাঙচুর সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা তরুণদের মাধ্যমে আগামী প্রজন্ম পাবে সুন্দর বাংলাদেশ- কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার  কুমিল্লায় অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন নাঙ্গলকোটে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন চিকিৎসক দুই ছেলে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের
  • সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট 

    সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট 
    ছবি/কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক ।। সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে গেছেন চালকরা। পেছনের গাড়ি না যেতে পেরে যানজট সৃষ্টি হয়। সেই যানজটে পড়ে ঘুমিয়ে যান পেছনের চালকরাও।  আর কিলোমিটারের পর কিলোমিটার তৈরি হতে থাকে যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় শুক্রবার ভোর রাত থেকে এই ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ এসে ঘুম থেকে চালকদের জাগিয়ে যানজট নিরসনে কাজ শুরু করেন।

    স্থানীয় বাসিন্দা ও চালকদের সূত্রে জানা গেছে, ভোর তিনটার দিকে অতিরিক্ত কুয়াশা পড়তে থাকে। এতে ঢাকামুখী লং ভেহিকেলগুলো সড়কের পাশে দাঁড়িয়ে পরে। ভেতরে চালকরা ঘুমিয়ে যান। আস্তে আস্তে সড়কের কিছু অংশে ধীরগতির সৃষ্টি হয়। পরে তাতে পেছনের চালকরাও গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ধীরে ধীরে তা যানজটের রূপ নেয়। মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার হতে ঢাকামুখী লেনে গোমতা পেরিয়ে তা পাঁচ কিলোমিটার দূরের কুটুম্বপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। পুলিশ বিষয়টি জানতে পেরে সকালে এসে চালকদের জাগাতের শুরু করেন।

    হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, ভোর  তিনটা থেকে যানজট সৃষ্টি হয়েছে। চালকরা সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েছেন। আমরা সড়কে এসে সবাইকে জাগালাম। অনেককে চিল্লাচিল্লি করে জাগাতে হয়েছে। এখন রানিং আছে তবে কিছুটা যানজট রয়ে গেছে। আমরা কাজ করছি। আশা করি কিছুক্ষণের মাঝেই তা আর থাকবে না।


    add