শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫,

শিরোনাম :
  • কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আটক এবার কুমিল্লার আদালত প্রাঙ্গণসহ শেখ মুজিবের দুইটি ম্যুরাল বুলডোজার দিয়ে ভাঙচুর সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা তরুণদের মাধ্যমে আগামী প্রজন্ম পাবে সুন্দর বাংলাদেশ- কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার  কুমিল্লায় অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন নাঙ্গলকোটে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন চিকিৎসক দুই ছেলে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের
  • কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ।। তাবলীগের তা'লীমে বাধা দেয়ায় অধ্যক্ষকে অবরোধ করে বিক্ষোভ

    কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ।। তাবলীগের তা'লীমে বাধা দেয়ায় অধ্যক্ষকে অবরোধ করে বিক্ষোভ
    ছবি- কুমিল্লা মেইল

    তাবলীগের তা'লীম বন্ধের পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধের একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তর্কবিতর্কের অংশ ফেসবুকে লাইভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ধর্মপুরে কলেজটির ডিগ্রি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। উপাধ্যক্ষ জানিয়েছেন, এ বিষয়ে বুধবার (২২ জানুয়ারি) একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। জানা যায়, ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি ক্যম্পাসের মসজিদে তাবলীগ জামাতের সোমবারের সাপ্তাহিক তা'লিম বন্ধের ঘোষণা দিয়েছেন কলেজ অধ্যক্ষ। এ বিষয়ে দীর্ঘ দিনের মতবিরোধে মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করেন কলেজের নজরুল হলের আবাসিক শিক্ষার্থী ও ধর্মপুরের স্থানীয় বাসিন্দারা। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও তে দেখা যায়, অধ্যক্ষের সাথে তুমুল তর্ক-বিতর্কে জড়িয়েছেন মসজিদের মুসল্লি ও ছাত্ররা। অধ্যক্ষকে তারা বলছেন, আপনি সমাধান না দিয়ে বের হতে পারবেন না। প্রতিউত্তরে পাশে থাকা উপাধ্যক্ষ বলেন আমাদের কাজ আছে। এ সময় শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক বাংলা বিভাগের প্রভাষক মো. মুনছুর হেল্লাল ও প্রধান সহকারী মাজহারুল ইসলামকে উত্তেজিত ছাত্র-জনতার সাথে কথা বলতে দেখা যায়। অধ্যক্ষ ধমক দিয়ে বলেন, এখানে কে কথা বলছে?  পেছন থেকে উচ্চ শব্দে একজন বলেন, আমরা কথা বলছি। এক পর্যায়ে অধ্যক্ষ কক্ষ ত্যাগের চেষ্টা করলে ছাত্রদের সাথে ধস্তাধস্তি হয়। পরে তা'লীম চালু রাখার সিদ্ধান্ত দিয়ে কলেজ থেকে বের হয়ে যান অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞ। এ সময় মুসল্লিরা আল্লাহু আকবার ধ্বনি করেন।

    কলেজের শিক্ষার্থী ও নজরুল হলের ছাত্ররা জানান তিনি বিরোধী মত সহ্য করতে পারেন না। ছাত্রসেনার বাইরে কিছু হলে তিনি বন্ধ করে দেন। স্যার বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার ছাত্র। সেখানে ছাত্রসেনা করতেন। তিনি দাওয়াতে তা'বলীগ পছন্দ করেন না।

     

     

     

     

    ধর্মপুর গ্রামের বাসিন্দা ও কলেজ মসজিদের মুসল্লি মিজানুর রহমান বলেন, এখানে কোন গ্রুপিং নেই। সম্ভব্ত অর্থনীতির শিক্ষক নজরুল ইসলাম ও আরেকজন আছেন গোলাম মোহাম্মদ। তারা সা'দ গ্রুপ। পেছন থেকে তাদের কোন কিছু থাকতে পারে। কিন্তু এর আগে কোনো অধ্যক্ষ মসজিদে দাওয়াতি কাজ বন্ধ করেনি। এখানে ধর্মীয় আলোচনা হয়। কোনো। গ্রুপিংনেই।

    সাপ্তাহিক কোরআর তা'লিম বন্ধের বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ বলেন, বিষয়টি তাবলীগের দু'পক্ষের বিষয়। সা'দ পন্থি ও জুবায়ের পন্থি দুটি একপক্ষ। গত সোমবার একপক্ষ তা'লিম করে এশার নামাজের পর। অন্য পক্ষ বাঁধা দেয়। আমরা বলছি তা'লীম বন্ধ। তখন সবাই মিলে অধ্যক্ষের রুমে আসে সোমবারের পক্ষ। এখানে কোন হাতাহাতি বা ধস্তাধস্তি হয়নি। যদি মারামারি হয়, তখন কী আমরা চেয়ে চেয়ে দেখবো?

    অবশ্য এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা রিসিভ করেননি।

     


    add