মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

জীববৈচিত্র্যের এক অপরুপ সৌন্দর্যের অপর নাম টাঙ্গুয়ার হাওর

জীববৈচিত্র্যের এক অপরুপ সৌন্দর্যের অপর নাম টাঙ্গুয়ার হাওর

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি ।স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত।এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচিত।দেশের বিভিন্ন প্রান্ত হতে মানুষ এখানে ঘুরতে আসেন।দিন দিন বিদেশি পর্যটকদের কাছেও এই স্থানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। 

টাঙ্গুয়ার হাওরে বিরল কয়েক জাতের পাখি দেখা যায়।সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরও আবাস এই হাওর। লালবুক গুরগুরি, পাতি লালপা, গেওয়াল বাটান, লম্বা আঙুল চা পাখি, বড় গুটি ঈগল, বড় খোঁপা ডুবুরি,মেটে রাজহাঁস এছাড়াও নানা রকমের পাখি দেখা যায়। 

সাপের মধ্যে আছে জালবোরা, কোবরার দুটি জাত ও দাঁড়াশ সাপ।

টাঙ্গুয়ার হাওরে প্রায় ২০০ প্রজাতির মাছ রয়েছে। এ হাওরের বিখ্যাত মাছ মহাশোলের। আরও নানান জাতের মৎস্যসম্পদ রয়েছে এই হাওরে।

সর্বোপরি জীববৈচিত্র্যের এক সুন্দর উদাহরণ এই টাঙ্গুয়ার হাওর।