কুবিতে খিচুড়ি পার্টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মতবিরোধ, পুলিশ সুপারকে প্রবেশে বাধা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪ ১৭:২৪ পি এম
![কুবিতে খিচুড়ি পার্টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মতবিরোধ, পুলিশ সুপারকে প্রবেশে বাধা](https://comillamail.com/upload/images/কুবি-৪.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খিচুড়ি পার্টি ও সাংস্কৃতিক সন্ধ্যায় যোগদান করতে গিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় পুলিশ সুপার প্রবেশ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ফটকে তাকে বাধা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। খোঁজ নিয়ে জানা সন্ধ্যায় ভারতীয় আগ্রসনবিরোধী সংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ'-এর আয়োজন করে একাংশ। এর বিরোধিতা করে সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন করেন অপর অংশের নেতারা। এর কিছুক্ষণ পর পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে বহনকারী গাড়িটি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ বাধা দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও কুমিল্লা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ সাকিব হোসাইন এসে পুলিশ সুপারকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করানোর চেষ্টা করেন। তখন দুইপক্ষের বাগ-বিতণ্ডা হয়। এ সময় পরিস্থিতি বুঝে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে চলে যান পুলিশ সুপার। এ নিয়ে দুই পক্ষের পরস্পারবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, পুলিশ সুপার কুমিল্লায় নতুন যোগদান করেছেন। তাই আমারা তাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু বিকালে আসার কথা থাকেলেও ব্যস্ততার কারণে এসেছেন সন্ধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক অংশের নেতা মো. হান্নান রহিম খিচুড়ি ভোজ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করে বলেন, যেখানে আন্দোলনে আহতরা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে; সেখানে খিচুড়ি ভোজ, নাচ-গান এসব তো এক ধরনের মশকরা। আহত অনেকেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছেন। এ পরিস্থিতিতে এমন আয়োজন দুঃখজনক। আর সেই আয়োজনে পুলিশ সুপারের আগমন সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, পুলিশ সুপারের আগমনের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়নি। আর তাকে প্রবেশে বাধা দেয়া হয়েছে, সেটাও আমাদেরকে জানানো হয়নি।পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিকে আসা হয়নি। তাই আজকে এক জায়গা থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।
- সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
- বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।
- ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির
- কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন
- কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ
- কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- কী করতে চায় জামায়াত
- চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন
- চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন
![add](assets/img/add-2.gif)