দেবিদ্বারে চিড়ার মোয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, একজন আটক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৪ ২৩:১৫ পি এম
কুমিল্লার দেবিদ্বারে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। আটকের পর শনিবার দুপুরে অভিযুক্ত গৌতম দেবনাথ(৫১)'কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গৌতম দেবনাথের বাড়ি উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ বলেন, শিশুটির পিতা বাদি হয়ে থানায় অভিযোগ করলে তার প্রেক্ষিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নিজ বাড়ি থেকে আসামি গৌতম দেবনাথ কে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দোষ স্বীকার করেছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। শিশুটির ডাক্তারী পরীক্ষা চলছে। স্থানীয়রা জানায়, ৭ নভেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে ৭ বছর বয়সী ওই শিশুটি খেলা-ধূলা করার জন্য প্রতিবেশীর বাড়িতে যাবার পথে তাকে একা পেয়ে গৌতম দেবনাথ চিড়ার মোয়া দেবার লোভ দেখিয়ে ঘরে যেতে বলে। শিশুটি ঘরে যেতে না চাইলে গৌতম তাকে কৌশলে পাঁজাকোলা করে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটিকে তার বাবা-মা তাকে সিএনজি যোগে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ধর্ষিতা শিশুটি সেখানে ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা জানান, আমার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে কাঠমিস্ত্রী গৌতম তাকে জোর করে খালিঘরে নিয়ে ধর্ষন করে। এসময় তার স্ত্রী সন্তানেরা কেউ বাড়িতে ছিলনা।ওই পাষন্ড আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি তার কঠোর শাস্তি চাই
- বুড়িচংয়ে তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার উদ্বোধন ও দোয়া মাহফিল
- দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের
- কুবিতে খিচুড়ি পার্টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মতবিরোধ, পুলিশ সুপারকে প্রবেশে বাধা
- নামের কারণে বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে- কুমিল্লায় কর্মী সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
- তথ্য-প্রযুক্তি খাতে বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো এক্সপার্ট আইটি পার্ক
- কুমিল্লায় জামায়াতের আমির ডা. শফিককে বরণে প্রস্তত নেতাকর্মীরা
- কুমিল্লার ধনুয়াখলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে কুরআন প্রেমীদের ঢল
- রূপসী বাংলা কলেজে শহীদদের স্মরণে স্মরণ সভা
- বাংলাদেশের ওপর কারও প্রভুত্ব মেনে নেয়া হবে না- কুমিল্লায় বরকত উল্লাহ বুলু
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের অভিষেক