চান্দিনায় শিবিরের সাবেক ও বর্তমান সাথী-সদস্যদের প্রীতি সমাবেশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৪ ২২:৪৫ পি এম

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ছাত্রশিবিরের উদ্দেশ্য হচ্ছে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও খোদা ভীরু নেতৃত্ব তৈরি করা। এ সফলতা অর্জন করতে হলে সমাজে সব ক্ষেত্রে ছাত্রশিবির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শনিবার (৯ নভেম্বর) সকালে কুমিল্লার চান্দিনায় উপজেলা শিবিরের সাবেক ও বর্তমান সাথী-সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির ছাত্র-জনতার প্রাণ প্রিয় সংগঠনের পরিণত হয়েছে মিছিল মিটিংয়ে নয়। বরং দায়িত্ববোধ থেকে সমাজের জন্য গঠনমূলক ভূমিকা রাখার মাধ্যমে। জাতিকে ধ্বংস করে দিতে সর্বগ্রাসী ষড়যন্ত্রের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের কাজের গতিও আরও বাড়াতে হবে। সমাজের প্রতিটি স্তরে ইসলামের আহবান পৌছে দিতে হবে। তিনি আরও বলেন, আব্দুল মালেককে হত্যাকারী হায়েনার দল এখনো দেশের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু শহীদ আব্দুল মালেকের উত্তরসূরীরা বসে নেই। তাই সকল বাঁধা মাড়িয়ে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।সমাবেশে চান্দিনা উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমির অধ্যাপক আবদুল মতিন ও কুমিল্লা জেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি জিসান আহমেদ প্রধান। উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু হানিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মো. মোস্তফা শাকেরুল্লাহ, কুমিল্লা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. গিয়াস উদ্দিন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাও. মিজানুর রহমান, নায়েবে আমির মাও. মোশাররফ হোসেন, পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক একেএম আনোয়ার হোসাইন, সেক্রেটারি মো. আবুল হাশেম, ঢাকা উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান, কুমিল্লা জেলা পশ্চিম ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. ইলিয়াস সরকার, সাবেক সেক্রেটারি আশিকুর রহমান, সাবেক জেলা সাহিত্য সম্পাদক মো. মোশাররফ হোসাইন,চান্দিনা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. কাউছার আলম ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
- ভিক্টোরিয়ার ছায়ায় সিয়ামের স্বপ্ন: এক গ্লাস লেবুর শরবতে জীবনের গল্প
- কুমিল্লায় এসএসসি ১৯৯৫ বন্ধুদের মিলনমেলা ও চা-আড্ডা
- চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা
- লালমাইয়ে বিএনপি নেতা মোবাশ্বরের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা
- চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
- কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু
- অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত
- কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদের দিন ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ আয়োজন
- আইন ও সাংবাদিকতায় তাপস চন্দ্র সরকারের অনন্য পথচলা
