শুক্রবার, ১১ জুলাই ২০২৫,

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কুমিল্লার নতুন কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সন্মানীয় সম্পাদক সাইদুর রহমান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কুমিল্লার নতুন কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সন্মানীয় সম্পাদক সাইদুর রহমান
ছবি- সংগৃহীত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কুমিল্লা কেন্দ্রে, বিশেষ সাধারণ সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ২৯ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লায় কর্মরত শতাধিক প্রকৌশলীর উপস্থিতিতে ইঞ্জিনিয়ার নুরুল আলমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আব্দুর রাজ্জাক এবং অনারারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাইদুর রহমান। সাধারণ সভায় বক্তারা বলেন, গত ১৫ বছরে কোন কথা বলতে পারিনি। নির্বাচনের সময় ভোট দিতে আসলে বলতো আপনার ভোট হয়ে গেছে আপনি বাসায় চলে যান। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছে তাদের সু চিকিৎসার দাবি জানান বিশেষ করে বৃহত্তর কুমিল্লায় যারা আহত কিংবা শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য নতুন কমিটিকে কিছু করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান। গত ১৫ বছরের দুঃশাসনের বর্ণনা দিলেন ইঞ্জিনিয়ার মুহাম্মাদ তোফাজ্জল হোসেন প্রামাণিক প্রধান প্রকৌশলী পিডিপি,ইঞ্জিনিয়ার মুহাম্মাদ ওসমান গনি পি ডব্লিউ ডি তত্ত্বাবধায়ক, ইঞ্জিনিয়ার মোদাচ্ছের হোসেন, ইঞ্জিনিয়ার আহমেদ মশিউর আলম, ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার উজাইফ আহমেদ, ইঞ্জিনিয়ার শাকিল মোহাম্মদ নাহিদ, ইঞ্জিনিয়ার আশ্ররাফ জামিল, ইঞ্জিনিয়ার মশিউর আলম, ইঞ্জিনিয়ার সাদেকুর রহমান, ইঞ্জিনিয়ার আকবর, সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান (১)হিসেবে নির্বাচিত হন ইন্জিনিয়ার মুহাম্মাদ শফিউল আলম, ভাইস চেয়ারম্যান( ২) ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আশরাফ জামিল, ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর রহমান সর্বসম্মতিক্রমে সম্মানি সম্পাদক নির্বাচিত হন,এবং কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন ইঞ্জিনিয়ার শাকিল মোঃ নাহিদ।