শুক্রবার, ২০ জুন ২০২৫,

শিরোনাম :
  • ভিক্টোরিয়ার ছায়ায় সিয়ামের স্বপ্ন: এক গ্লাস লেবুর শরবতে জীবনের গল্প কুমিল্লায় এসএসসি ১৯৯৫ বন্ধুদের মিলনমেলা ও চা-আড্ডা চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা লালমাইয়ে বিএনপি নেতা মোবাশ্বরের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি  বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদের দিন ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ আয়োজন  আইন ও সাংবাদিকতায় তাপস চন্দ্র সরকারের অনন্য পথচলা
  • কুমিল্লার ৯৩টি পূজামণ্ডপে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আর্থিক অনুদান বিতরণ

    কুমিল্লার ৯৩টি পূজামণ্ডপে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আর্থিক অনুদান বিতরণ
    ছবি- সংগৃহীত

    সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন ও আদর্শ সদর উপজেলার ৯৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান এবং উপহার বিতরণ করেছে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। শনিবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয়ে নগদ অর্থ ও উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর-রশিদ ইয়াছিন।

    এ সময় হাজী ইয়াছিন বলেন, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। তাই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ অপশক্তির ষড়যন্ত্র রুখতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। কুমিল্লা সম্প্রীতির জেলা। সনাতন সহ অন্যান্য ধর্মের যেসব আচার অনুষ্ঠান এখানে সম্প্রীতির বন্ধনে অনুষ্ঠিত হয়ে থাকে, তা দীর্ঘকালের ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে।অনুদান বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি জসিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ছুটি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার সহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও কাত্যায়নী কালীবাড়ী পূজা মণ্ডপের সভাপতি শ্যামল দে, সন্তান সংঘ পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক জয়ন্ত দেবনাথ বাপ্পা, মাতৃ পূজারী সংঘের সভাপতি সঞ্জিত রায়, ঘড়িওয়ালি বাড়ি মণ্ডপের সভাপতি পিংকু কুমার দে, অদিতি সংঘের সভাপতি নারায়ন দে, রক্ষাকালী বাড়ি মণ্ডপের সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, নব দূর্গা সংঘের সাধারণ সম্পাদক পলাশ সাহা,শশ্নান কালীবাড়ী পূজা মণ্ডপের সভাপতি দুলাল চন্দ্র দাসসহ বিভিন্ন মণ্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।


    add