কুমিল্লায় পথসভায় জামায়াত নেতা ডা. তাহেরের হুঁশিয়ারি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৫৯ পি এম
বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা এতদিন দালালি করেছেন তারা সাবধান হয়ে যান। দেশ নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ছাত্র-জনতারা সব ষড়যন্ত্র রুখে দেবে। আমরা দ্বিতীয়বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনও পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরও একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সব ধরনের জুলুম দূর করতে হবে।চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং ধর্ম বর্ণ, সাদা কালো, ধনী গরিব সব পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী ময়নামতি সাংগঠনিক উপজেলার আয়োজনে আয়োজিত কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা আল্লাহকে ভয় পায়, তারা দুনিয়ার আর কাউকে ভয় পায় না। যারা আল্লাহর কাছে মাথা নত করে তারা দুনিয়ার কারো কাছে মাথা নত করে না। তাই আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে। নিজে পরিবর্তন হলে পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। স্বৈরাচার পতনের পর বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে তারা এখন দেশ সংস্কার করছে। আমরা বলেছি সবার আগে নির্বাচন ব্যবস্থার সকল কাঠামো পরিবর্তন করতে হবে। সংবিধান সকল ক্ষমতার উৎস। জনগণ এটা পরিবর্তন করে সকল ক্ষমতার উৎস আল্লাহ এটা অন্তর্ভুক্ত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশ সংস্কারের কাজ শেষ করে, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। জেলা সহকারী সেক্রেটারি ও উপজেলার আমীর অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ময়নামতি সাংগঠনিক উপজেলার সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার, কুমিল্লা উত্তর জেলার আমীর অধ্যাপক আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ড. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া। এসময় আরও বক্তব্য রাখেন , কুমিল্লা উত্তর জেলা শিবিরের সভাপতি এস এম আব্দুল আলীম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলার সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, কুমিল্লা উত্তর জেলার শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলার মসজিদ মিশনের সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান আতিকী, চান্দিনা পৌরসভার আমীর অধ্যাপক এ কে এম আনোয়ার হোসেন, বুড়িচং উপজেলা জামায়াতে সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ হাকিম সোহেল, ময়নামতি সাংগঠনিক উপজেলার নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. ইউনুস ভূইয়া প্রমুখ।
- আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক
- ডাকসুতে বিজয়ী মাহবুবুর রহমানকে মুরাদনগর ছাত্র ফোরামের সংবর্ধনা
- প্রয়োজনে আবার ৫ আগস্টের আবির্ভাব হবে: তাহের
- কুমিল্লা সহ সারা দেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- “বাহ্যিক জৌলুস নয়, অন্তরের সততাই সত্য পরিচয়”
- কুমিল্লায় বিএনপি’র প্রার্থী কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রতিদ্বন্দ্বী দোলার
- জামায়াত কর্মীরা বাস স্টেন্ড, টেম্পু স্টেন্ড দখল করে নাই, চাঁদাবাজদের চিনে রাখুর
- আওয়ামী লীগ হলো একটি রক্ত পিপাসু দল,কুমিল্লায় বিক্ষোভ মিছিল উক্ত সমাবেশে বক্তারা
- জুলাই সনদ ঘোষণা হচ্ছে আজ