বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫,

শিরোনাম :
  • বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ? কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫ চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
  • টেস্ট ও টি-টোয়েন্টি নিয়ে সাকিবের নতুন ঘোষণা

    টেস্ট ও টি-টোয়েন্টি নিয়ে সাকিবের নতুন ঘোষণা
    ছবি- সংগৃহীত

    টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটি অর্থাৎ মিরপুর টেস্ট দিয়ে অবসর নিতে চান তিনি। এছাড়াও শেষ টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন বলেও বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানালেন এই অলরাউন্ডার। সাকিব ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া পাকিস্তানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি। জানান অবসরের বিষয়ে এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান বলে উল্লেখ করেছেন।

    সাকিব বলেন, ‘বিসিবির সঙ্গে কথা হয়েছে। ফারুক ভাই ও বোর্ডের নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলেছি। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। তারা (বোর্ড) চেষ্টা করছে এটাকে কীভাবে সুন্দরভাবে এরেঞ্জ করা যায়। যাতে করে আমি নিরাপদ মনে করি, দেশে গিয়ে খেলতেও পারি এবং যখন দরকার হবে দেশের বাইরে বের হতে যেন আমার সমস্যা না হয়, এই বিষয়টিও বোর্ড খেয়াল করছে।’  

    টি-২০ অবসরের বিষয়ে সাকিব বলেন, ‘টি-২০ নিয়েও আমার নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আপাতত সিরিজগুলো নতুনরা খেলতে থাকুক। সুযোগ পেলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আমি খেলতে থাকি। ছয় মাসস, এক বছর পরে যদি বিসিবি মনে করে এখানে আমার অবদান রাখার সুযোগ আছে, পারফর্ম করছি, ফিট আছি তাহলে আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমি টি-২০তে নিজেকে দেখছি না। মনে হয়, শেষ টি-২০ খেলে ফেলেছি।’  সাকিব জাতীয় দলের হয়ে ৭০ টেস্টে ৪ হাজার ৬০০ রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন। টি-২০ খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে ২ হাজার ৫৫১ রান এসেছে এবং ১৪৯ উইকেট নিয়েছেন।

     

     


    add