শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, , ১ রবিউল সানি ১৪৪৬

শিরোনাম :
  • কুমিল্লার ৯৩টি পূজামণ্ডপে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আর্থিক অনুদান বিতরণ কুমিল্লায় দুর্গা পূজায় মাঠে থাকবে ৮২ প্লাটুন বিজিবি শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা দিয়ে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কমিটি! কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে-দেবীদ্বারে ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান এক কিলোমিটার নৌকায় বহন করে মরদেহ দাফন চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের প্রাণহানি ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন জাতিসংঘ মহাসচিব
  • কুমিল্লার বাঙ্গরায় মসজিদে সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় ইমামকে নিয়ে উত্তেজনা-সংঘর্ষ।। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক

    কুমিল্লার বাঙ্গরায় মসজিদে সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় ইমামকে নিয়ে উত্তেজনা-সংঘর্ষ।। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লার বাঙ্গরা বাজার থানার রাজাবাড়ী গ্রামের পশ্চিমপাড়ায় মসজিদের সুদ নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে ইমামকে নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজাবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম সুদ ও ঘুষের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে এসব বক্তব্য রাখতে নিষেধ করা হয়। এতে যুব সমাজ ইমাম সাহেবের পক্ষাবলম্বন করেন। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি ফারুক আহমেদ অরুণ সরকার ও সেক্রেটারি আলাউদ্দিন আলাল ভূঁইয়ার সাথে যুবকদের মতবিরোধ দেখা দিলে ইমাম সাহেব চলে যান। এ অবস্থায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ওই মসজিদে নামাজ পড়তে যান একই মহল্লার প্রয়াত তাহের মাস্টারের ছেলে আমীরুল ও প্রয়াত বজলুর রহমানের ছেলে আকরাম হোসেন। তারা মসজিদে গিয়ে দেখেন একই মহল্লার ময়নাল হোসেন নামে একজন মসজিদের আঙ্গিনায় বসে রয়েছেন। এ সময় ময়নাল নামাজ ও হুজুর সম্পর্কিত উসকানিমূলক কথা বলাকে কেন্দ্র করে মুসল্লি আমীরুল ও আকরামের সাথে ময়নালের কথা কাটাকাটি হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এটিকে কেন্দ্র করে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে একই মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদির প্রকাশ ফুলমিয়া মাস্টারের মধ্যস্থতায় তারই বাড়িতে শালিস বৈঠক ডাকা হয়। অজ্ঞাত কারণেই শালিসটি ফুলমিয়া মাস্টারের বাড়ি থেকে স্থানান্তরিত করে ঘটনার এক পক্ষের (ময়নালের) বাড়িতে নিয়ে যাওয়া হয়।  শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার পর ময়নালের বাড়ির উঠানে শালিস বসলে ময়নাল তা প্রত্যাখ্যান করেন। এ সময় তিনি বলেন 'মাইরের বদলি মাইর হবে' অর্থাৎ শালিস না মেনে পাল্টা আক্রমণের হুমকি দিলে তার ছেলে রিয়াদ তাৎক্ষণিক ধারালো অস্ত্র দিয়ে উপস্থিত সবার সামনেই আকরাম ও আমীরুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আকরামের মাথায় গুরুতর আঘাত লাগে। মাথার ডানপাশে জখম হয়ে ডান চোখের ওপর গিয়ে লাগে। আকরামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গাজীরহাট আধুনিক হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ব্যাপারে মাওলানা রাকিব হোসেন বলেন, আমি কোরআন-হাদীসের সুষ্পষ্ট দলীল দিয়ে সুদের বিষয়ে কথা বলেছি। সেখানে একটি পক্ষ আমাকে ভুল বুঝে উত্তেজিত হয়েছে। তবে আমার অনুপস্থিতিতে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু তিনি বলতে চাননি।

    বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


    add