বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেবীদ্বারে মানববন্ধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪৭ পি এম

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যনার ভাঙচুর এবং ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের ওপর হামলাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ সমাবেশ হয়ছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা রাজামেহার ইউনিয়নের চুলাশ বাজারে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহিন, রাজামেহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী বাবুল ও সদস্য সচিব সালাউদ্দিন প্রমুখ। সমাবেশে দেবিদ্বার উপজেলা ও রাজামেহার ইউনিয়ন বিএনপিসহ এ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। রাজামেহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী বাবুল বলেন, গত বৃহস্পতিবার বিকালে চুলাশ বাজারে আসেন দেবীদ্বারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি ওরফে রেজবী মুন্সী ও তার অনুসারীরা। এ সময় চুলাশ বাজারে বিএনপির একটি ব্যানার টাঙানো দেখে উত্তেজিত হন রিজভী। ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ছবির নিচে ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির ছবি ছিল। উত্তেজিত হয়ে ব্যানারটি খুলতে বলেন চুলাশ বাজারের ব্যবসায়ী ও রাজামেহার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদকে। ফয়েজ ব্যানারটি খুলতে অপারগত স্বীকার করলে রিজভী ও তার অনুসারীরা তাকে মারধর করে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে রাজামেহার ইউনিয়নের কয়েকটি এলাকায় বিএনপি নেতাদের মারধরের হুমকি দিয়েছে রিজভী। এছাড়াও চুলাশ, গাঙ্গটয়ারাসহ অন্য কয়েকটি এলাকায় তারেক মুন্সির ছবি সম্বলিত কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে তারা। ব্যানার ছিঁড়ে ও বিএনপি নেতাদের মারধরের পর এখন আবার আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সি লোকজন। দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, আমাদের নেতাকর্মীদের মারধর করেছেন ও মামলা দিয়েছেন। আবার তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এন মানববন্ধন করেছেন। আপনার আর কত নিচে নামবেন। এসব বন্ধ করেন। আমাদের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। অন্য কোনো দলের সমর্থক নন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ভাঙচুর করলেন কেন আপনারা। আপনার কি আসলেই বিএনপি করেন। আমাদের অভিভাবকদের ব্যানার ভাঙচুর এবং রাজামেহার ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দেবীদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
- ভিক্টোরিয়ার ছায়ায় সিয়ামের স্বপ্ন: এক গ্লাস লেবুর শরবতে জীবনের গল্প
- কুমিল্লায় এসএসসি ১৯৯৫ বন্ধুদের মিলনমেলা ও চা-আড্ডা
- চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা
- লালমাইয়ে বিএনপি নেতা মোবাশ্বরের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা
- চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
- কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু
- অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত
- কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদের দিন ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ আয়োজন
- আইন ও সাংবাদিকতায় তাপস চন্দ্র সরকারের অনন্য পথচলা
